শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে বন্যায় নিহত ২০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে এই বন্যায় ডু্বে গেছে অন্তত দুই হাজার বাড়ি। শনিবার জাতিসংঘের মানবিকা সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা-ওসিএইচএ এই তথ্য জানায়। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শুক্রবার কান্দাহার শহর ও আরও ছয়টি জেলায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এখন শিশুসহ ১০ জন নিখোঁজ রয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আকস্মিক এই বন্যায় হেরাত প্রদেশে শতশত বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কান্দাহারের নিরাপদ জায়গায় আনা হয়েছে। এরমদ্যে রয়েছে স্কুল, মসজিদ ও সরকারি ভবন। জাতিসংঘের সংস্থাটি জানায়, যাযাবর কোচি স¤প্রদায়ের প্রায় ৫০০ লোক নদীর তীরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছেন। তাদের জরুরি সহায়তা দরকার। আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা বলেন, পাহাড়ি রাস্তা, ভারী তুষারপাত ও যোগাযোগ ব্যবস্থার অভাবে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো কঠিন হচ্ছে। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন