শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মক্কায় ‘গড’ নিষিদ্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৯, ৪:৩০ পিএম

সউদীর প্রশাসন ‘গড’ বলার পরিবর্তে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করার আইন জারি করেছে। বিদেশি ভাষায় সরকারি কাগজপত্রেও এই শব্দটি উল্লেখ করতে হবে বলে জানানো হয়েছে। মক্কা এবং মদিনা অঞ্চলে সরকারি অনুবাদেও আল্লাহ শব্দই ব্যবহার করা হবে, এমন একটি আইন জারি করেছেন মক্কার প্রশাসক প্রিন্স খালিদ আল-ফয়সাল।
দ্য নিউ আরবের খবরে বলা হয়, সৌদির গ্র্যান্ড মুফতির মত অনুযায়ী এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটির সরকার। মুফতি জানিয়েছেন, ইংরেজি শব্দ ‘আল্লাহ’ এর স্থলে ‘গড’ এর ব্যবহার অনুমোদিত নয়। তবে ইসলামি স্কলারদের মধ্যে বিষয়টি নিয়ে মতপার্থক্য রয়েছে। অনেক মৌলবাদে বিশ্বাসীরা মনে করেন, গড শব্দটি অনেক সময় অবচেতনভাবেই খ্রিস্টানদের বিশ্বাসের দিকে ইঙ্গিত করে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন