শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাকৃবিতে গাঁজাসহ আটক দুই শিক্ষার্থী

বাকৃবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ২:৪৯ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্লাসরুমের সামনে বসে গাঁজা বানানোর সময় হাতে নাতে আটক হয়েছে ভেটেরিনারি অনুষদের দুই শিক্ষার্থী। বুধবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের করিডোর থেকে নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল আলীম ওই দুই শিক্ষার্থীকে আটক করেন।

জানা যায়, অভিযুক্ত আব্দুল হান্নান ও সজল ঘোষ দুজনই বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের লেভেল-৫, সেমিস্টার-১ এর শিক্ষার্থী। এছাড়াও অভিযুক্ত আব্দুল হান্নান বাকৃবি শাখা ছাত্রলীগের সদস্য।

গাঁজা বানানোর বিষয়টি স্বীকার করে তারা দুজনই বলেন, আমরা অনুষদের করিডোরে গাঁজা বানাচ্ছিলাম। কিন্তু গাঁজা খাইনি। ওই সময় স্যার আমাদের দেখে ফেলেন এবং নিরাপত্তা শাখায় ধরে নিয়ে যান।

নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, আমি ভেটেরিনারি করিডোর দিয়ে যাচ্ছিলাম তখন দুই শিক্ষার্থী গাঁজা বানাতে দেখি। আমি তাদেরকে ডাক দিলে তারা আমার কাছে না এসে ক্লাসে গিয়ে লুকায়। পরে আমি তাদেরকে ক্লাস থেকে নিরাপত্তা শাখায় ধরে নিয়ে যাই।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, তারা এখন নিরাপত্তায় শাখায় অবস্থান করছে। অভিভাবক আসলে তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে এবং পরবর্তীতে মাদক পুর্নবাসন কেন্দ্রে পাঠানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন