বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হিজাব বিক্রি নিয়ে বিতর্কিত হলো ফরাসি কোম্পানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ৬:৫৫ পিএম

ফ্রান্স দীর্ঘদিন ধরে নারীবাদ, ধর্মনিরপেক্ষতা এবং অভিবাসীদের একত্রীকরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু দেশটি সম্প্রতি ইসলামি সন্ত্রাসবাদ দ্বারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আর সাম্প্রতিক বিতর্কের জন্ম দিয়েছে ‘ডেক্যাথলন’ নামের একটি কোম্পানি যারা ইউরোপের সবচেয়ে বড় খেলাধুলা সামগ্রীর খুচরা বিক্রেতা হিসেবে সুনাম কুঁড়িয়েছে। কোম্পানিটি এমন একটি হিজাব নিয়ে এসেছে যা পরিধানকারীর মাথা এবং কাঁধ ঢেকে রাখে। আর তাদের এমন সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি বিতর্কের জন্ম দিয়েছে। গত সপ্তাহে তারা মরক্কোতে স্পোর্টস হিজাব বিক্রয় করা শুরু করেছে এবং তারা ফ্রান্সে এর প্রচলন ঘটানোর পরিকল্পনা করছে।

তাদের এই সিদ্ধান্তের পর সোশ্যাল মিডিয়াসমূহে তুমুল বিতর্ক শুরু হয় এবং একই সাথে দেশটির বেশ কয়েকজন রাজনীতিবিদ ফ্রান্সে এধরনের হিজাব বিক্রয়ের বিষয়ে তাদের অসম্মতি তুলে ধরেছেন। কেউ কেউ এমনকি কোম্পানিটিকে বয়কট করার আহ্বান জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর দলের একজন মুখপাত্র আউরোরে ব্রেগে বলেন, ‘একজন নারী এবং একজন নাগরিক হিসেবে আমি এই ব্যান্ডটির প্রতি আমার বিশ্বাস ধরে রাখতে পারছি না যারা আমাদের মূল্যবোধ সমূহ ভেঙ্গে দিতে চায়।’ এ বিষয়ে একজন আইন প্রণেতা বলেছেন, ‘এটি পর্দা এবং ইসলামের প্রতি ঘোরের কারণে ঘটেছে।’
এদিকে ডেক্যাথলন তাদের টুইটার একাউন্টে জানিয়েছে, ‘আমাদের লক্ষ্য একেবারে সাধারণ। কোন রকম অবিচার না করে মুসলিম নারীদের জন্য একটি স্বাচ্ছন্দ্য মূলক স্পোর্টস হিজাব তৈরি করা।’
তবে এর আগে নাইকি ফ্রান্সে ষ্পোর্টস হিজাব বিক্রয় শুরু করলেও তারা ডেক্যাথলনের মত অতোটা সমালোচনার মুখোমুখি পড়ে নি। একজন ব্যক্তি কোম্পানিটিকে হুমকি দিয়ে একটি বার্তা পাঠিয়েছেন, ‘এটি ফ্রান্সের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে এবং ইসলামিক আগ্রাসনে মদদ দিচ্ছে।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে ফ্রান্সে জনসম্মুখে মুখ ঢেকে রাখে এমন পর্দা পরিধান করা নিষিদ্ধ করা হয়েছে তবে হিজাব এর আওতায় পড়েনি। ২০০৪ সাল থেকে ফ্রান্সের শিক্ষার্থীদের জন্য প্রকাশ্য ধর্মীয় চিহ্ন ধারণ করা নিষিদ্ধ রয়েছে। ২০১৭ সালে ইউরোপিয়ান ইউনিয়নের সর্বোচ্চ আদালত একটি রুল জারি করে যে, কর্মক্ষেত্রে চাকুরীদাতা কর্তৃক হিজাব নিষিদ্ধ হওয়াটা বেআইনি নয়। এদিকে ফ্রান্সের লিঙ্গ সমতা বিষয়ক জুনিয়র মন্ত্রী বার্তা সংস্থা হাফিংটন পোস্টে এক কলামে লিখেছেন, ‘নারীদেরকে হিজাব পরিধান করার অনুমতি দেয়া উচিত কিন্তু এমন পছন্দের জন্য প্রশ্ন করা জরুরি।’
এ বিষয়ে সেইলভিই ইব্রেনা নামের ৩৮ বছর বয়সী মুসলিম নারী উদ্যোক্তা বলেন, পোশাক পরিচ্ছদ সম্পর্কে আলোচনা করাটা তার নিকট ‘ক্লান্তিকর’ একটি ব্যাপার। তিনি বলেন, ‘এটি রাজনীতি বা ধর্মীয় কারণে নয়। সকল মানুষই তাদের নিজের শরীরে ভালো কিছু অনুভব করতে চান সুতরাং পোশাকের কয়েকটি টুকরো যদি তাতে সহায়তা করতে পারে, তবে তা কেন নয়?’
‘লালাব’ নামের একটি মুসলিম নারীবাদী সংগঠনের মুখপাত্র লাউরা চা বলেন, ‘যারা সরাসরি হিজাব দ্বারা প্রভাবিত নন তাদের জন্য এটি শুধুমাত্র বাড়তি একটি বিতর্ক, কিন্তু মুসলিম নারীদের জন্য হিজাব নিষিদ্ধ করাটা একটি পৈশাচিক এবং দীর্ঘ মেয়াদী ফলাফল স্বরুপ।’ সূত্র: নিউইয়র্কটাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন