শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাবেক ব্রিটিশ হাইকমিশনার ওপর হামলা : হাইকোর্টে শুনানি অব্যাহত

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের শুনানিতে আসামিপক্ষে ছিলেন একেএম ফয়েজ।
অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির। ২০০৪ সালে ২১ মে সিলেটের হয়রত শাহজালালের মাজারে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘটে।
এতে পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ঘটনার দিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে কোতোয়ালী থানা পুলিশ। বিচার শেষে বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে মৃত্যুদ- দেন।
নিয়ম অনুযায়ী মৃত্যুদ- অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে আসে। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা জেল আপিলও করেন। প্রায় সাত বছর পর গত চলতি মাসের ৬ তারিখে মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়।
তিন কার্যদিবস শুনানির পর ১৪ জানুয়ারি যুক্তি তর্ক উপস্থাপন শুরু হয়। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবারই এই মামলার আপিল শুনানি শেষ হতে পারে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন