বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেলবর্নের প্রথম হিজাব পরিহিত মডেল হান্নান ইব্রাহীম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৩:৪৬ পিএম

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে হান্নান ইব্রাহীম নামের মুসলিম ডাক্তার রেডিয়েশন থেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তিনি কিছুদিন পরেই ফ্যাশন মডেলিংকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। ইতোমধ্যেই তিনি ফ্যাশন ডিজাইনার লিসা গ্রোমানের ডিজাইনে অংশ নিয়ে মডেল হয়েছেন যা তার মডেলিং পেশাকে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে। আর ফ্যাশনে তা অংশগ্রহণ অস্ট্রেলিয়ার ফ্যাশন জগতের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করেছে, কেননা তিনিই প্রথম নারী যিনি কিনা মেলবোর্নের ফ্যাশন উৎসবে হিজাব পরিধান করে মডেলিং করেছেন।
হান্নান ইব্রাহীম নামের ২৫ বছর বয়সী এই মডেল আশা করেন যে, এর ফলে অস্ট্রেলিয়ার মুসলিম নারীদের জন্য সুযোগের দ্বার খুলে যাবে। তিনি বার্তা সংস্থা এসবিএস নিউজকে বলেন, ‘অস্ট্রেলিয়া বিভিন্ন সংস্কৃতির দেশ হিসেবে পরিচিত আর মেলবোর্নে বসবাস করে আপনি তা অনুভব করতে পারবেন। কিন্তু ফ্যাশন শিল্পে আপনি তা দেখতে পারবেন না। সুতরাং আমি আশা করি এর মাধ্যমে প্রথাগত ধ্যান ধারণা ভেঙ্গে যাবে এবং মুসলিম নারীদের সম্মুখের বাঁধা সমূহ দূর হবে।’ তিনি বলেন, ‘আমি কোথায়ও যাওয়ার সময় আমার সাথে সাধারণত একটি ব্যাগ নিয়ে যাই যেখানে থাকে বিভিন্ন রং বেরঙের হিজাব এবং আমি আমার পোশাকের সাথে মিলিয়ে তা পরিধান করি। কিন্তু আমার প্রথম মডেলিং এ অংশ নেয়ার সময় বেশীরভাগ ডিজাইনার আমার জন্য প্রথাগত হিজাব নিয়ে আসে।’
প্রসঙ্গত, হান্নান ইব্রাহীম কেনিয়ায় জন্ম নিয়েছিলেন আর তার পূর্ব পুরুষগণ সোমালিয়ার বংশোদ্ভূত। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে তার মায়ের বুটিক ব্যবসা থেকে অনুপ্রাণিত হয়ে ফ্যাশন জগতে তার আগ্রহ জন্মায়। তিনি বলেন, ‘সবসময় হিজাব পরিধান করা অতোটা সহজ কাজ নয়। মাঝে মধ্যে ইসলাম ভীতি চরম আকার ধারণ করে সুতরাং কখনো কখনো এমন সময়ও আসে যখন হিজাব পরিধান করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়।’
যদিও হান্নান ইব্রাহীম মেলবোর্ন ফ্যাশন উৎসবের প্রথম হিজাব পরিধান কারী মডেল ছিলেন কিন্তু তিনিই শেষ কোনো নারী নন। মেলবোর্ন ফ্যাশন উৎসবের প্রধান কর্মকর্তা গ্রায়েমে লেওসে বলেন, তারা এই শিল্পের মধ্যে বৈচিত্র্য আনার শুরুটা করেছেন। তিনি বলেন, ‘আমাদের মডেল এজেন্টদের এমন ভাবে প্রশিক্ষণ দেয়া হয় যাতে করে তারা এখানে বিভিন্ন প্রেক্ষাপটের মডেলদের নিয়ে আসেন। এভাবেই পরিবর্তন শুরু হবে।’
হান্নান ইব্রাহীম তার মডেলিং পেশা নিয়ে খুবই উচ্চাকাঙ্ক্ষী। তিনি আশা করেন তার সফলতা অস্ট্রেলিয়ার অন্যান্য মুসলিম নারীদের অনুপ্রাণিত করবে যেমনটি তারা আয়নায় দেখতে পায়। তিনি আরো বলেন, ‘আমি সত্যিকার অর্থেই অন্যান্য তরুণ মুসলিম নারীদের উৎসাহ দিতে চাই যারা হিজাব পরিধান করেন, যারা ফ্যাশন ভালোবাসেন। এখানে তাদের জন্য একটি অবস্থান রয়েছে তা তাদের জানাতে চাই।’ সূত্র: এসবিএস ডট কম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন