শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

হার্ভার্ড বিজনেস স্কুল আয়োজিত ‘এশিয়া বিজনেস কনফারেন্স ২০১৯’- এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করলেন মালিহা কাদির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৯, ৭:০৩ পিএম

বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক খাতে চলতি প্রবণতাকে প্রভাবিত করছে এশিয়া পাশাপাশি, বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ মহাদেশ। সম্প্রতি, হার্ভার্ড বিজনেজ স্কুলে আয়োজিত ‘এশিয়া ব্যবসায়িক সম্মেলন ২০১৯’- এ নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিলো ‘দ্য গেম চেঞ্জারস: কনজ্যুমারস, শেপারস, ইনোভেটরস’।
এশিয়ার প্রযুক্তি উদ্ভাবকরা এ সম্মেলনের প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন সহজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির। নতুন প্রযুক্তি ও উদ্ভাবন ইতিবাচকভাবে মানুষের জীবনে কিভাবে পরিবর্তন নিয়ে আসছে এ নিয়ে সম্মলনে তিনি বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনটুডো ভেঞ্চারসের ম্যানেজিং পার্টনার এডি চ্যান এবং এয়ারবিএনবি’র (এশিয়া) সাবেক হেড অব অপারেশনস অ্যান্ড স্ট্র্যাটেজি রবার্ট হাও।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন