শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পেনাল্টি নিয়ে নেইমারের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

শেষ মিনিটে ভিএআর’র সহায়তায় পাওয়া পেনাল্টির সুবাদে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নাম লিখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের তারকা স্ট্রাইকার নেইমার ইনজুরির কারণে গ্যালারিতে বসে এই ঘটনার সাক্ষি হয়েছেন। পরে নিজের ইনস্টাগ্রাম পেজে ভিএআরে বিতর্কিত সিদ্ধান্তের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিল তারকা।
ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত ফিরতি লেগে ম্যাচের শেষ মিনিটে পাওয়া সেই পেনাল্টি থেকে ইউনাইটেডের হয়ে গোল করেন মার্কোস র‌্যাশফোর্ড। ৩-১ গোলের জয় পায় প্রিমিয়ার লিগ জায়ান্টরা। প্রথম লেগে তারা ২-০ গোলে পিছিয়ে ছিল। দুই লেগ মিলে ৩-৩ সমতা থাকলেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে শেষ হাসি হাসে ওলে গানার সুলশারের দল।

খেলা শেষে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে নেইমার লিখেছেন,‘এটা একটা লজ্জার ব্যাপার, ভিএআরে রিপ্লে দেখার দায়িত্বে তারা এমন চারজন মানুষকে রাখল, যারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না। এটা পেনাল্টি হয় না। বল তার পেছনের দিকে আঘাত করলে কিভাবে হ্যান্ডবল হয়!’
পিএসজির কোচ থমাস টাচেল নেইমারের হতাশার প্রতি সহানুভুতিশীল, ‘কোন কোন সময় এমন কিছু শব্দের প্রয়োগ করা হয় যা কয়েক ঘণ্টা পর আবার ফিরিয়ে নিতে ইচ্ছে হয়। আপনারা দেখেছেন তিনি (নেইমার) কতটা হতাশার সাথে আমাদের সহায়তা করতে চেয়েছেন।’

অবশ্য ব্রাজিলের তারকার সঙ্গে একমত নন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সুলশার। রেফারির সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন নরওয়ের ৪৬ বছর বয়সী এই কোচ, ‘আমি ঘটনাটা বা ভিডিও দেখিনি। আমি আশা করি যে সিদ্ধান্তটা ঠিক ছিল।’

তিনি বলেন, ‘আমি আমার দলের সদস্যদের শান্ত রাখার মাধ্যমে রেফারিকে সাহায্য করার চেষ্টা করছিলাম,ৃ কারণ এ বিষয়ে আমরা কোনোভাবেই কিছু করতে পারতাম না। আমি আশা করি, সিদ্ধান্তটা যথার্থ ছিল। আর তারা সেটাই বলেছে, তাই সম্ভবত এটা ঠিকই ছিল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন