লাগাতার সীমান্ত সন্ত্রাস রুখতে এবার জোরদার পদক্ষেপ করতে চলেছে সেনা। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের অনুমোদন পেয়ে সীমান্তে বদলি করা হচ্ছে যুদ্ধ বিশেষজ্ঞ বেশ কিছু অফিসারকে। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে সেনা বিভাগে বেশ কিছু রদবদল ঘটানোর সিদ্ধান্ত হয়েছে।
জানা গিয়েছে, সেনার প্রধান দফতর থেকে ২২৯ জন যুদ্ধ বিশেষজ্ঞ অফিসারকে অন্যত্র বদলি করা হচ্ছে। এছাড়া ‘ডেপুটি চিফ অফ মিলিটারি অপারেশন’ নামে একটি নতুন পদ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে মানবাধিকার রক্ষা এবং নজরদারির মতো বিষয়।
জানা গিয়েছে, প্রধান দফতর থেকে বদলি হওয়া সেনা আধিকারিকদের পাকিস্তান ও চিন সীমান্তে নিয়োগ করা হতে পারে। পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। তিনি নতুন তথ্য এবং উন্নয়ন বিষয়ক শাখা খোলার অনুমতি দিয়েছেন। দুটি শাখার দায়িত্বেই থাকবেন মেজর জেনারেল পদের অফিসাররা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন