বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অন্ধকারে ভেনেজুয়েলাবাসী বিদ্যুৎ নেই অনেক স্থানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম


লাতিন যুক্তরাষ্ট্রর দেশ ভেনেজুয়েলার অর্ধেকেরেও বেশি জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির ২৩টির মধ্যে ১৮টি রাজ্যেই অন্ধকারে কাটাতে হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষের অভিযোগ, সরকারবিরোধীরা এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ।গত সপ্তাহে মার্কিন ত্রাণ ভেনেজুয়েলায় প্রবেশ নিয়ে কলম্বিয়া সীমান্তে মাদুরো সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় গুইদো সমর্থকরা। ত্রাণ প্রবেশ সমন্বয় করতে এ সময় কলম্বিয়া সফরে যান গুইদো। গ্রেফতারের ঝুঁকি নিয়ে সোমবার সস্ত্রীক দেশে ফিরেও আসেন।এর তিনদিন পরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লো ভেনেজুয়েলাবাসী। রাজধানী কারাকাসের বাসিন্দারা এদিন ঘর ছেড়ে বের হয়ে আসতে বাধ্য হন। বিদ্যুৎ নেই একটি আন্তর্জাতিক বিমানবন্দরেও। অন্যান্য রাজ্যেরও লাখ লাখ ভেনেজুয়েলাবাসী এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে জানা যায়। স্থানীয় সংবাদমাধ্যম এল পিতাজোর প্রতিবেদন থেকে জানা যায়, বলিভার রাজ্যে সাইমন বলিভার পানিবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির তৈরি হয়েছে। সরকারের দাবি, বিরোধীদল ওই কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। মাদুরো প্রশাসনের সেকেন্ড ইন কমান্ড দিওসদাড়ো ক্যাবেলো বলেন, ওই কেন্দ্রে কারিগরি ত্রæটি ঘটানো হয়েছে। এটা সরকারের ওপর হামলা নয়, বরং এটা জনগণের ওপর হামলা। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন