বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

 তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এসে প্রতীক বরাদ্ধ নেন। জেলার ৫টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়াামী লীগ মনোনীত প্রার্থীদের বিপক্ষে আওয়ামী লীগের লোকজনই লড়ছেন।

চেয়ারম্যান পদে ১৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রতিদ্ধন্ধিতা করছেন। এদিকে রামগঞ্জ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন ।
লক্ষ্মীপুর সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত আবুল কাশেম চৌধুরী নৌকা, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু দোয়াত কলম, মহি উদ্দিন বকুল কাপ পিরিচ, ওয়াহিদুর রহমান আনারস প্রতীক।
রায়পুরে আওয়ামী লীগ মনোনীত প্রিন্সিপাল মামুনুর রশিদ নৌকা, বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার মোটর সাইকেল প্রতীক।

রামগঞ্জ আওয়ামী লীগের মনোনীত মনির হোসেন চৌধুরী নৌকা, এনপিপি’র মো. সিরাজ মিয়া আম প্রতীক।
রামগতিতে আওয়ামী লীগ মনোনীত আব্দুল ওয়াহেদ নৌকা, স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ কাপ পিরিচ, মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা আনারস প্রতীক।

কমলনগরে নুরুল আমিন মাষ্টার নৌকা, স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন আহমদ বাপ্পি দোয়াত কলম, আব্দুর রাজ্জাক চৌধুরী ঘোড়া, নুরুল আমিন মোটর সাইকেল, আব্দুর রহমান হেলিকপ্টার, মো. আহসান উল্লাহ আনারস, আনোয়ারুল হক কাপ পিরিচ প্রতীক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন