বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মোদির দিন ফুরিয়ে গেছে : মমতা

নতুন সরকার দায়িত্ব নিয়ে কাশ্মীর সংকট নিরসন করবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

কাশ্মীর সংকট নিরসনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, ব্যর্থতা ঢাকতে নির্বাচনকে সামনে রেখে যুদ্ধ যুদ্ধ খেলা জারি রেখেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মমতা দাবি করেন, মোদির দিন ফুরিয়ে গেছে, নতুন কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়ে কাশ্মীর সংকট নিরসন করবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফ্রান্সের কাছে কেনা রাফায়েল বিমান সংক্রান্ত দুর্নীতিতে মোদির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। ২০১৪ সালে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসে। গত ৫ ফেব্রুয়ারি এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পার্লামেন্টকে জানান, সেই ২০১৪ থেকে ২০১৮ মেয়াদে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাস সংশ্লিষ্ট ঘটনার পরিমাণ ১৭৬ শতাংশ বেড়েছে। একই মেয়াদে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনা বেড়েছে ৯৩ শতাংশ। আগামী মে মাসের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জোটের বিরুদ্ধে নির্বাচনি ঐক্য গড়ার চেষ্টায় আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। (শুক্রবার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত একটি পদযাত্রায় অংশ নেন তিনি। সেখানে দেওয়া ভাষণে মমতা কাশ্মীরের সা¤প্রতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে বলেন, ‘গত পাঁচ বছর ধরে সন্ত্রাসীদের কথা মনে ছিল না। এরমধ্যে কত পাঠানকোট, কত উরি, কত পুলওয়ামার ঘটনা ঘটেছে বাবু! কোথায় ছিলেন এতদিন? নির্বাচন এসে গেছে, নির্বাচন বড় বালাই সেজন্য এখন নতুন করে মিসাইলের চেহারা দেখাচ্ছেন। এবিপি, এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন