নিরাপত্তা বাহিনীর চৌকষ ও দক্ষ সামরিক অফিসার হিসেবে বান্দরবান সেনা নিবাসে ৬৯ পদাতিক ব্রিগেডিয়ার প্রধান হয়ে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহীদুল এমরান পি.এস.সি, এফ ডাব্লিউ সি। ব্রিগেডিয়ার জেনারেল এমরান ১৯৯২ সালে কুমিল্লা সেনানিবাসে ৩২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেনা অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে এ বাহিনীতে তার অভিষেক ঘটে। সেনাবাহিনীতে যোগদানের পর থেকে তার মেধা ও যোগ্য নেতৃত্বের কারণে ধীরে ধীরে তিনি একজন চৌকষ সামরিক অফিসার হিসেবে এ বাহিনীতে তার অবদান বৃদ্ধি পেতে থাকে। তিনি জাতিসংঘ শান্তিরক্ষি মিশনে কুয়েত ও আইভরিকোস্টে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বিদেশের মাটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান সমুন্নত রাখার চেষ্টা করেন। এ ছাড়া তিনি মিলিটারী একাডেমীর ইন্সট্রাক্টর ছিলেন। প্লাটুন কমান্ডারসহ এ বাহিনীতে তিনি একাধিক পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বান্দরবান সেনানিবাসে যোগদানের আগে তিনি আর্মি হেড কোয়াটারে মিলিটারী সামরিক সচিবের দপ্তরে দায়িত্ব পালন করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন