বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নৌবাহিনী প্রধানের এডমিরালে পদোন্নতি

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী ‘এডমিরাল’ পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে এডমিরাল র‌্যাংক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ সময় প্রধানমন্ত্রী খে হাসিনা নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী তার সাফল্য কামনা করেন। এর আগে গত ২০ জানুয়ারি নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান আওরঙ্গজেব চৌধুরী। এর পর ২৬ জানুয়ারি ভাইস এডিমিরাল হিসেবে পদোন্নতি নিয়ে নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নেন তিনি। ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত এক বছর ছয় মাসের জন্য আওরঙ্গজেবকে নৌবাহিনী প্রধান পদে নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। -আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন