বিদ্যালয় ছুটি দিয়ে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টায় যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাসান আলীর পক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারি নিয়ম অনুযায়ি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। বাঘারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের এ্যাসেম্বেলি শুরু হয় সকাল ১০টা ১০ মিনিটে। এরপর যথানিয়মে ক্লাস শুরু হয়। বেলা ১১ টা ৩০ মিনিটের পর থেকে বিদ্যালয় মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন আসা শুরু হয়। এরপর বেলা ১২ টায় বিদ্যালয় ছুটি দেওয়া হয়। এর কারণ হিসাবে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নব কুমার সাহা জানান, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হাসান আলীর পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। তাই বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন