মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৪ ঘণ্টার তালেবানবিরোধী অভিযানে নিহত ৩১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৯, ৪:২৩ পিএম

২৪ ঘণ্টার অভিযানে আফগানিস্তানে সরকারি সামরিক বাহিনীর হাতে অন্তত ৩১ তালেবান সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৪ মার্চ) সকালে উত্তর কুন্দুজপ্রদেশের খানাবাদ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালালে আট তালেবান নিহত ও তিনজন আহত হন বলে জানান জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি।

তিনি জানান, সারাদিন পশ্চিম ফারাহপ্রদেশে তালেবানবিরোধী অভিযানে গ্রুপ কমান্ডার মোল্লা হেলালসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।

এ ছাড়া দক্ষিণ হেলমান্দপ্রদেশের নহর-ই-সারজ জেলায় স্থল ও বিমান হামলায় ১১ জন জঙ্গি নিহত, চারজন আহত হয়েছেন।

বুধবার প্রদেশটির পুলিশ হেডকোয়ার্টার থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া দেশটির সামরিক বাহিনীর অভিযানে দক্ষিণ কান্দাহারপ্রদেশে আরও সাত জঙ্গি নিহত ও ১৫ জন আহত হয়েছেন বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র সাদিক এইসা।

তবে সরকারি বাহিনীর এমন অভিযানের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তালেবান জঙ্গিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন