শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

খালেদা জিয়ার জামিন আদালতের এখতিয়ার -আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ২:১১ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকারের কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, তাই আদালত তাকে সাজা দিয়েছেন। তাকে জামিন হবে কিনা সে বিষয়ে সরকারের কিছুই করার নেই। এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার।
 
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 
বিএনপি নেতাদের খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবির বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিএনপি নেতারা নিজের ঘর সামলাতে পারেন না, তারা তো কত কথাই বলছেন। তাদের নিয়ে আমাদের কথা হতে পারে না। তারা খালেদা জিয়ার মামলা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
 
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুজ্জামান প্রমুখ।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন