বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জাবি উপাচার্যের বিরুদ্ধে নির্বাচন দিতে গড়িমসির অভিযোগ

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৯, ৭:০৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ ডিন, সিন্ডিকেট, শিক্ষাপর্ষদ ও অর্থ-কমিটির নির্বাচন দিতে উপাচার্য গড়িমসি করছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত শিক্ষক সমাজ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করার পাশাপাশি গড়িমসির নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষক সমিতি ও সম্মিলিত শিক্ষক সমাজের প্রতিনিধিদের সাথে প্রশাসনের সর্বোচ্চ পর্যাযায়ের বৈঠকে উপাচার্য প্রতিশ্রুতি দেন আগামী ৬ মে এর পূর্বে ডিন, সিন্ডিকেট, শিক্ষাপর্ষদ ও অর্থ-কমিটির নির্বাচন দিবেন। কিন্তু আমাদেও নির্বাচন দেয়া কোনরূপ লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এমন অবস্থায় আগামী ১৮ মার্চ এর মধ্যে মেয়াদোত্তীর্ণ পর্ষদ সমূহের নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসার নিয়োগ ও তফসিল ঘোষণা করা নাহলে উপাচার্য বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। তাই আমরা বিশ্ববিদ্যালয়ের সকল মতের শিক্ষকগণকে নিয়ে এই অগণতান্ত্রিক প্রশাসনকে অতিসত্বর রুখে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন