বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কেন্টাকিতে হিলারি আর অরেগনে স্যান্ডার্সের জয়

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের ভোটাভুটিতে কেন্টাকি অঙ্গরাজ্যে অল্প ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে হারিয়েছেন হিলারি ক্লিনটন। কিন্তু অরেগনে স্যান্ডার্সের কাছে হেরে গেছেন হিলারি ক্লিনটন। গত মঙ্গলবার রাতে কেন্টাকির প্রাইমারির এ ফলাফল ঘোষণা করেন অঙ্গরাজ্যটির নির্বাচনী বোর্ডের প্রধান আলিসন লুনদেরগান গ্রিমেস। দলটির প্রার্থী মনোনয়ন নিয়ে ডেমোক্রেটরা কতটা বিভক্ত হয়ে পড়েছে দুই প্রতিদ্বন্দ্বীর এই তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তা আরও একবার প্রকাশ পেল। সিএনএনকে গ্রিমেস জানিয়েছেন, বেসরকারি ফলাফলে হিলারি খুব অল্প ব্যবধানে জয় পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রতিবেশী পশ্চিম ভার্জিনিয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্য স্যান্ডার্সের পক্ষে দাঁড়ানোর পর কেন্টাকিও হিলারির বিপক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছিল। তাই কেন্টাকিতে কোনোরকমে হার এড়াতে পেরে কিছুটা হলেও নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন হিলারি। কারণ ৭ জুনের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার আগেই নিরাপদ অবস্থানে পৌঁছাতে চান তিনি। ডেলিগেট সমর্থনে হিলারি অনেক এগিয়ে থাকায় শেষ পর্যন্ত হিলারিই হবেন ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী, এমন ধারণা করা হচ্ছে। কিন্তু তা নিশ্চিত করতে এখনও আরও ১০০ ডেলিগেটের সমর্থন প্রয়োজন হিলারির। মঙ্গলবার কেন্টাকির পাশাপাশি অরেগনেও ডেমোক্রেট দলীয় প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। কেন্টাকিতে ৫৫ জন এবং অরেগনে ৬১ জন ডেমোক্রেট ডেলিগেট আছেন। প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এসব ডেলিগেট ভাগ করে দেওয়া হবে। তাই ডেমোক্রেট দলের মনোনয়ন দৌড়ের ফলাফল নির্ধারণে এই দুই অঙ্গরাজ্যের ফলাফল সামান্যই প্রভাব রাখবে। শনিবার নেভাদা অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির কর্তারা তাদের সম্মেলন শেষ করার সিদ্ধান্ত নিয়ে স্যান্ডার্সের পক্ষে রাজ্যটির আরো ডেলিগেটের সমর্থন দেয়ার পথ বন্ধ করে দেন। তাদের এই সিদ্ধান্তে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ককাসে স্যান্ডার্স প্রাথমিকভাবে যতগুলো ডেলিগেট সমর্থন জিতেছিলেন তা নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে।
এই অঙ্গরাজ্যের ককাসে হিলারি জয়ী হয়েছিলেন। নেভাদার এই সিদ্ধান্তে স্যান্ডার্স সমর্থকরা ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। মঙ্গলবার নেভাদা ডেমোক্রেটিক পার্টির এই সিদ্ধান্তের সমালোচনা করে স্যান্ডার্সও তার সমর্থকদের সঙ্গে সুর মিলিয়েছেন। এক বিবৃতিতে নেভাদার ঘটনা নিয়ে স্যান্ডার্স বলেছেন, ডেমোক্রেটিক পার্টি যদি নভেম্বরে (প্রেসিডেন্ট নির্বাচনে) সাফল্য পেতে চায়, তাহলে সব অঙ্গরাজ্য দলগুলোকে আমাদের প্রচারণা শিবিরের সঙ্গে নিরপেক্ষ আচরণ করতে হবে এবং যে ফলাফল আসে তার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে।  ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন দৌড়ে স্যান্ডার্সের নিয়মিত উপস্থিতি হিলারি সমর্থকদের উদ্বিগ্ন করে তুলেছে। তাদের ধারণা, এতে ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে হিলারি শিবির ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু স্যান্ডার্সের সমর্থক হিলারির সমর্থকদের এ উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেছেন, ট্রাম্প এতই অনুপযুক্ত প্রার্থী যে, ৮ নভেম্বরের নির্বাচনে হিলারি প্রার্থী হলে তিনি সহজেই ট্রাম্পকে হারিয়ে দেবেন। স্যান্ডার্সের সমর্থক ২৮ বছর বয়সী আলিশা লিয়েডকে বলেন, যে কোনোভাবেই আমরা একজন ডেমোক্রেট প্রেসিডেন্ট পেতে যাচ্ছি। বিবিসি, রয়টার্স।                

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন