শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইউনাইটেড হসপিটাল ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে কর্পোরেট চুক্তি

প্রকাশের সময় : ১৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনুষদ কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারবর্গের জন্যমূল্যছাড় সংবলিত বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ইউনাইটেড হসপিটালের সিইও নাজমুল হাসান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডা: এম রেজওয়ান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এই কর্পোরেট চুক্তি স্বাক্ষর উপলক্ষে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান বলেন, বিশেষায়িত সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর জন্য বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীদের জন্য এ জাতীয় সুবিধা প্রদানের উদ্যোগ ভবিষ্যতেও চালু থাকবে। এ সময় ইউনাইটেড হসপিটাল লিমিটেডের পরিচালক ফাহাদ খান ও চিফ কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা: শাগুফা আনোয়ার এবং  ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ডা: চৌধুরী মফিজুর রহমান এবং  রেজিস্ট্রার প্রফেসর ডা: এ এস এম সালাউদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন