শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন থিয়েম

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ইন্ডিয়ান ওয়েলসে রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতা হলো না রজার ফেদেরারের। টেনিসের জীবন্ত এ কিংবদন্তিকে ৩-৬, ৬-৩, ৭-৫ হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছেন অস্ট্রিয়ান সপ্তম বাছাই ডমিনিক থিয়েম। ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের অধিকারী ফেদেরার ৩২টি আনফোর্সড এরর করেছিলেন বিপরীতে থিয়েমের ছিলো ২৫টি।

দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোনো মাস্টার্সের শিরোপা জিতলেন থিয়েম। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে প্রাক্তন নাম্বার ওয়ান ফেদেরারের সঙ্গে প্রায় দুই ঘন্টা লড়াই করেন তিনি। এই জয়ের প্রাপ্তিটা থিয়েমের জন্য একটু বেশি। কারণ জয়ের পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চারে উঠে আসবেন অস্ট্রিয়ান তারকা।

অন্যদিকে এই টুর্নামেন্টের মেয়েদের এককে জয়ী বিয়ানকা আন্ড্রিসকিউ। ওয়াইল্ড কার্ড পেয়ে খেলতে আসা ১৮ বছর বয়সী এই কানাডিয়ান ফাইনালে হারিয়ে দিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী অ্যাঞ্জেলিক কেরবারকে। জার্মানি কেরবার দ্বিতীয় সেটে জিতলেও শেষ পর্যন্ত হেরে গেছেন ৬-৪, ৩-৬, ৬-৪ গেমে। ইন্ডিয়ান ওয়েলসে এবারই প্রথম কোনো টেনিস খেলোয়াড় ওয়াইল্ড কার্ড পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন