শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমা হলের পরিবেশের বিরুদ্ধে হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবাদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

সিনেমা হলের পরিবেশের বিরুদ্ধে অভিযোগ এনে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা রাত্রির যাত্রী সিনেমার পরিচালক হাবিবুল ইসলাম হাবিব এক অন্যরকম প্রতিবাদ করেছেন। তিনি তার সিনেমাটি ৬৪ জেলায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদর্শন করবেন। এর কারণ হিসেবে তিন বলেন, আমাদের দেশের সিনেমা হলগুলোতে সিনেমা দেখার পরিবেশ নেই। বসার মতো সিট নেই, ভেতরে প্রচন্ড গরম, যে ফ্যানগুলো আছে, সেগুলোতে বাতাস লাগে না। টয়লেটে যাওয়ার মতো পরিবেশ নেই, দুর্গন্ধে দর্শক অসুস্থ হয়ে যায়। এছাড়া ঢাকার বাইরের সিনেমা হলগুলোতে এখনো অশ্লীল সিনেমা চালানো হচ্ছে। পরিবারসহ সিনেমা দেখার অভ্যাস মানুষের অনেক আগেই নষ্ট হয়ে গেছে। যে কারণে আমাদের এখন বিকল্প প্রজেকশনের চিন্তা করতে হচ্ছে। হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামী ২৬ মার্চ থেকে আমি সারা দেশের ৬৪টি জেলা শহরে বিকল্প প্রদর্শনের ব্যবস্থা করছি। জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় অডিটরিয়ামে আমরা সিনেমাটি চালানোর ব্যবস্থা করছি। এরই মধ্যে সারা দেশে যোগাযোগ করেছি। প্রদর্শনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক লোকজন উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন। মা-বাবা-ভাই-বোনসহ সবাই সপরিবারে সিনেমাটি উপভোগ করবেন বলে আমি আশা করি। এটা হবে সিনেমা হলের বিপক্ষে আমাদের পরিচালক-প্রযোজকদের একটা আন্দোলন। তিনি বলেন, দেশের সিনেমা হলগুলো সুন্দর হোক, পরিবেশ ভালো হোক, এটা সবারই প্রত্যাশা। তবে সিনেমা হলগুলোতে সেই পরিবেশ নেই। এ অবস্থায় দর্শক স্বপরিবারে কেন সিনেমা দেখতে আসবেন। তাই যারা সিনেমা দেখা ছেড়েছেন তাদের আমরা বিকল্প পরিবেশে রাত্রির যাত্রী দেশের ৬৪ জেলায় দাওয়াত দিয়ে দেখাতে চাই। সবাই যেন জানতে পারেন আমাদের দেশের সিনেমা আর আগের মত নাই। এই সংবাদটি আমরা রাত্রির যাত্রীর মাধ্যমে সকলের সহযোগিতায় করতে চাই। কারণ দেশের মানুষ দেশের ভালো সিনেমা দেখতে চায়। উল্লেখ্য, গত ১৫ ফেব্রæয়ারি েেশর ১৭টি সিনেমা হলে রাত্রির যাত্রী মুক্তি পায়। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমী অরুণা বিশ্বাস, সম্রাট, শহীদুল আলম সাচ্চু, মারজুক রাসেল, নায়লা নাঈম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন