বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্যান্টারবেরির শতাধিক শিক্ষার্থী আজানের সুমধুর ধ্বনি শুনলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। নীরবে দাঁড়িয়ে তা শুনছেন শতাধিক ছাত্রছাত্রী। কারো মুখে কোনো কথা নেই। কারো নেই কোনো কাজের ব্যস্ততা। আজান শুনছে সব ধর্ম-বর্ণের মানুষ। এভাবেই আজান শুনছিলেন নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি ক্রাইস্টচার্চে। গত শুক্রবার ওই শহরেই দুই মসজিদে ঢুকে নির্বিচারে গুলি করে এক দুর্বৃত্ত। ওই হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই হামলায় নিহতদের স্মরণেই ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ওই আজান ধ্বনি শোনে। এ সংক্রান্ত একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, শিক্ষার্থীরা নীরবে দাঁড়িয়ে ওই আজান শুনছেন আর আজানের প্রতি সম্মান দেখাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, আজান চলার সময় নিজেদের মধ্যে একবারও কথা বলেননি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
jahir ২০ মার্চ, ২০১৯, ১১:৪২ এএম says : 0
Allah is almighty he knows better where he through the Islam
Total Reply(0)
শামীম আহমেদ ২০ মার্চ, ২০১৯, ৩:২২ পিএম says : 0
আল্লাহ্ মহান। আমিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন