শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হাসপাতালের ভেতরে লাশ কাটা ঘর না করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

রাজবাড়ীর আধুনিক সদর হাসপাতালের ভেতরে লাশ কাটা ঘর (মর্গ) স্থাপন না করার দাবিতে পৌর ৫ নং ওয়ার্ড এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর ৫ নং ওয়ার্ডের সমাজ সেবক মীর শাহরিয়ার হোসেন, একেএম আব্দুল আওয়াল, মুহা. আলতাফ হোসেন, স্বাধীন শেখ, ফজলে রাব্বী (শাকিল), তমাল, আকাশ, আবিরসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সিভিল সার্জন ডা. রহিম বকসের নিকট স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তরা দাবি জানান, হাসপাতালের ভেতরে অথবা হাসপাতালের আশপাশের লাশ কাটা ঘর (মর্গ) স্থাপন হলে এলাকাবাসী বসবাস করার অনুপযোগী হয়ে পড়বে। এতে করে এলাকার পরিবেশ নষ্টসহ এলাকাবাসীর বসবাসে নানাবিধ অসুবিধা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন