কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মৃদুল সরকার প্রান্ত (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে। মৃদুল সরকার প্রান্ত ওই এলাকার যতিশ চন্দ্র সরকারের ছেলে। সে স্থানীয় এসআরডি শামসুদ্দিন ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, মৃদুল সরকার প্রান্ত বাড়িতে একাই ছিল। মঙ্গলবার রাতে পরিবারের লোকজন বাড়ি এসে কোনো সাড়া শব্দ না পেয়ে তার খোঁজ করেন। পরে তার প্রান্তর ঘরে গিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে প্রান্ত ঝুলে রয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন