বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএসটিআই’র অভিযান ওজন ও পরিমাপে কারচুপি ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ৬:৩৫ পিএম

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ লঙ্ঘন করায় ৮ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই। বুধবার ( ২০ মার্চ) রাজধানীর নিউ মার্কেট এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের অভিযানে এ মামলা করা হয়।

অভিযুক্ত ৮টি প্রতিষ্ঠানের মধ্যে বনলতা কাঁচা বাজার এলাকার মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ, মেসার্স সিটি জেনারেল স্টোর ও মেসার্স শাহীনুর স্টোর বিএসটিআই হতে ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবসা পরিচালনার দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও নিউ মার্কেট এলাকার মেসার্স প্যারিস ক্লথ স্টোর, মেসার্স ম্যাচিং ফেয়ার, মেসার্স সুবর্ণ ক্লথ স্টোর, মেসার্স খন্দকার থ্রী-পিস এন্ড ম্যাচিং সেন্টার ও মেসার্স শোয়েব ফেব্রিক্স কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজ কাঠি ব্যবহার করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ লঙ্ঘিত হওয়ায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।


বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন এর নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. রাকিবুল আলম অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন