বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পলাতক খুনিদের খুব শীঘ্রই দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে- ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ৬:৪০ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের খুব শীঘ্রই দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শুক্রবার বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে তাই আমরা আশা করছি খুব দ্রুতই তাদেরকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে। সরকার যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রীর সাথে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Almamun ১১ মে, ২০১৯, ৪:১৩ এএম says : 0
যারা দেশে বর্তমানে ক্রাইম করছে তাদেরকে আগে থামান। তাহলেই দেশে শান্তি বিরাজ করবে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন