বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দ. চীন সাগরে মার্কিন বিমানের গতিরোধ চীনা জঙ্গি বিমানের

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরে মার্কিন গোয়েন্দা বিমানের গতিরোধ করেছে চীনের দুইটি যুদ্ধ বিমান। মার্কিন গোয়েন্দা বিমানটির গতি অনিরাপদভাবে রোধ করা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আকাশসীমায় মার্কিন গোয়েন্দা বিমান রুটিন টহল দেয়ার সময়ে এ ঘটনা ঘটেছে। উপযুক্ত সামরিক এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা দফতর চীনের কাছে বিষয়টি উপস্থাপন করছে বলেও এতে উল্লেখ করা হয়। অন্যদিকে চীন বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে নিজেদের নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বাধ্য হচ্ছে। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌ-বাহিনীর পর্যবেক্ষণ তৎপরতার কারণে সেখানকার দ্বীপপুঞ্জগুলোতে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে করতে বেইজিং অনেকটা বাধ্য হয়েছে বলে খবরে জানানো হয়। মার্কিন গোয়েন্দা বিমান আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন মাফিক টহল দিচ্ছিল বলে পেন্টাগনের এক বিবৃতিতে দাবি করা হয়েছে। তবে উপযুক্ত সামরিক এবং কূটনৈতিক যোগাযোগের মধ্য দিয়ে চীনের কাছে বিষয়টি তুলে ধরা হবে বলে মার্কিন প্রতিরক্ষা দফতর থেকে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন