বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ত্বকী উছমানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন!

প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাাহ আল-গালিব

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১২:০৭ এএম

পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি, দারুল উলূম করাচীর ভাইস প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন ইসলামী চিন্তাবিদ ও গবেষক, আল­ামা ত্বকী উছমানীর গাড়ি বহরে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর আমিরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল­াহ আল-গালিব। তিনি বলেন, মুসলমানদেরকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে বিশ্বব্যাপী ইহুদী-খ্রিস্টান চক্রের গভীর ষড়যন্ত্রের এটি নগ্ন বহিঃপ্রকাশ বৈ কিছুই নয়।
একের পর এক মুসলমানরা আজ আক্রান্ত হচ্ছে, অথচ সংশ্লি­ষ্ট নেতৃবর্গ কার্যকর ব্যবস্থা গ্রহণে চরমভাবে ব্যর্থ হচ্ছেন। ফলে বিশ্বব্যাপী যে জিঘাংসার মনোভাব তৈরী হচ্ছে তা কখনো সুফল বয়ে আনবে না। তিনি এই হামলার ঘটনায় নিহত তাঁর দেহরক্ষীদের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি উক্ত সন্ত্রাসী হামলার ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সেই সাথে সেদেশের শীর্ষ পর্যায়ের আলেমদের নিরাপত্তার কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মুহা. শহিদুল্লাহ ২৫ মার্চ, ২০১৯, ১০:৫৪ এএম says : 0
"বাঁঝিছে দাঁমামা। বাঁধরে আমামা। শীঁড় উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জমানার। ভাঙ্গা কেল্লায় উড়ায়ে নিশান।" কবির কথায় আজ যেন মুসলমানের দীপ্ত শপথের আহ্বান করিছে। সূতরাং, "তুমি উঠে এসো। তুমি উঠে এসো। মাঝি মাল্লার দলে। দেখবে তোমার কিস্তী আবার ভেসেছে সাগর জলে।" কবির কথায় মিলিয়ে বলি, আমি তোমাদের পানে চাহিয়া আছি ভাই। তোমাদের মুখে সেই 'নারায়ে তাকবির' ধ্বনি শুনতে চাই।
Total Reply(0)
মুহা. শহিদুল্লাহ ২৫ মার্চ, ২০১৯, ১০:৫৫ এএম says : 0
"বাঁঝিছে দাঁমামা। বাঁধরে আমামা। শীঁড় উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জমানার। ভাঙ্গা কেল্লায় উড়ায়ে নিশান।" কবির কথায় আজ যেন মুসলমানের দীপ্ত শপথের আহ্বান করিছে। সূতরাং, "তুমি উঠে এসো। তুমি উঠে এসো। মাঝি মাল্লার দলে। দেখবে তোমার কিস্তী আবার ভেসেছে সাগর জলে।" কবির কথায় মিলিয়ে বলি, আমি তোমাদের পানে চাহিয়া আছি ভাই। তোমাদের মুখে সেই 'নারায়ে তাকবির' ধ্বনি শুনতে চাই।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন