শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

একটি মানুষও ক্ষুধার্ত গৃহহারা থাকবে না: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৯, ১:১২ পিএম | আপডেট : ২:৩২ পিএম, ২৫ মার্চ, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এ দিবস আমরা আগামীকাল উদযাপন করব। বাংলাদেশের মানুষের একেবারে গ্রামের প্রতিটি মানুষের ঘরে যেন স্বাধীনতার সুফল পৌঁছায়, প্রতিটি মানুষ যেন উন্নত জীবন পায়। একটি মানুষও ক্ষুধার্ত থাকবে না, গৃহহারা থাকবে না। বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। তাদের জীবনটা অর্থবহ হবে, সুন্দর হবে, উন্নত হবে- সেটাই আমাদের লক্ষ্য।
 
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্বাধীনতা পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শেখ হাসিনা বলেন, আজকে ২৫শে মার্চ, গণহত্যা দিবস। ইতোমধ্যে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর গণহত্যা চালিয়েছিল, আমরা লাখো মানুষ হারিয়েছি। কাজেই এ দিনটি গণহত্যা দিবস হিসেবে যেন আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেটার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে।
 
প্রধানমন্ত্রী বলেন, সেই লক্ষ্য নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে এ স্বাধীনতার সুফল পৌঁছাক। যেটা জাতির পিতার লক্ষ্য ছিল, স্বপ্ন ছিল। তিনি বেঁচে থাকলে আমরা স্বাধীনতার পাঁচ থেকে দশ বছরের মধ্যেই তা অর্জন করতে পারতাম। কিন্তু ১৫ই আগস্ট আমাদের সেই সম্ভাবনা কেড়ে নিয়েছে। কিন্তু আজকে যখন আমরা সেই সুযোগ পেয়েছি তার আদর্শ বুকে ধারণ করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।yy
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Evan Hussain ২৫ মার্চ, ২০১৯, ২:০০ পিএম says : 0
কত কিছুই তো কয়। দিন শেষে যে লাউ সেই কদুই।
Total Reply(0)
MAHMUD ২৫ মার্চ, ২০১৯, ৬:৪৩ পিএম says : 0
Honourable prime minister, thank you very much for your good decision and initative. You are daughter of world famous leader the nation of father Bangabandhu shiekh Mojibur Rahman, proud of you.If you try that will must be possible.
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ২৭ মার্চ, ২০১৯, ৬:৪৭ এএম says : 0
বিসমিল্লাহিররাহমানিররাহীম। এই সমস্থ বিপদজনক কথা বারতা হইতে বিরত থাকেন। আল্লাহ তাআলা যদি আপনার রিজিক বন্ধ করিয়া দেন তবে আপনি জীবীত থাকা অবস্থায় ও খাইতে পারিবেন না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন