টেকনাফে বিজিবির সঙ্গে রোহিঙ্গা মাদক কারবারিদের কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে বলে জানাগেছে।
ঘটনাস্থল থেকে ১ লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজিবি দাবি করেছে। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি তারা।
বুধবার (২৭ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফের ২ নং ব্যাটালিয়ন বর্ডার গার্ড (বিজিবির) ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার।
তিনি জানান, দিবাগত রাতে বিজিবির একটি টহলরত দল দেখতে পান টেকনাফ উপজেলার খারাংখালীর নাফ নদী সীমান্ত দিয়ে দুইজন ব্যক্তি মিয়ানমার থেকে বাংলাদেশে আসার চেষ্টা করছে।
এসময় বিজিবির সদস্যরা তাদের বাধা দিলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় মিয়ানমারের দুইজন রোহিঙ্গা নাগরিক ঘটনাস্থলে নিহত হয়েছে। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ নব্বই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন