বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কঠিন গ্রুপে ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড দেশে অপ্রতিরোধ্য থাকলেও আন্তর্জাতিক টুর্নামেন্টে সেভাবে উজ্জ্বল নয়। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রায় সবগুলো টুর্নামেন্টে নিয়মিত অংশ নিলেও এখন পর্যন্ত কোনো আসরেই গ্রুপপর্ব টপকাতে পারেনি আবাহনী। বাংলাদেশ চ্যাম্পিয়নদের সামনে এএফসির আরেকটি টুর্নামেন্ট। আগামী ৩ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে এএফসি কাপের খেলা। এদিন ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে মাঠে নামছে আবাহনী। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩ টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে আগামী রোববার নেপাল যাচ্ছে ঢাকা আবাহনী।

গ্রুপে আবাহনীর অন্য দুই প্রতিপক্ষ ভারতের মিনারভা পাঞ্জাব ও চেররাই এফসি। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে তিন দলের বিপক্ষে ৬টি ম্যাচ খেলবে আবাহনী। ১৭ এপ্রিল তাদের দ্বিতীয় ম্যাচ মিনারভা পাঞ্জাবের বিপক্ষে ঢাকায়। চেন্নাইয়ে ৩০ এপ্রিল তৃতীয় ম্যাচ খেলবে বাংলদেশের জায়ান্টরা। ১৫ মে চেন্নাইয়ের বিপক্ষে ফিরতি ম্যাচটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ১৯ জুন নেপালের মানাং মার্সিয়াংদি ক্লাবের বিপক্ষে হোম ম্যাচ খেলবে আবাহনী। ২৬ জুন গ্রুপের শেষ ম্যাচে মিনারভা পাঞ্জাবকে তাদের মাঠেই মোকাবেলা করবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন