শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভবনে অগ্নি নিরপত্তা নিশ্চিত চায় ইউরোপীয় ইউনিয়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৯, ১:১০ পিএম

সাধারণ মানুষের কর্মস্থল ও দালানকোঠায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বনানী অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইইউ জোট।
শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।
ইইউ’য়ের বিবৃতিতে বলা হয়, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফআর টাওয়ারে অগ্নিকান্ডে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছে ইইউ। একই সঙ্গে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এ ঘটনায় যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন- সেই প্রত্যাশা করছি আমরা।
বিবৃতিতে বলা হয়, ২০১৩ সাল থেকে পোশাক শিল্প কারখানায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ করছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে পদক্ষেপও নিয়েছে। এখন সাধারণ মানুষের কর্মস্থল, দালানকোঠা ও অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে এমন এলাকায় অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য পোশাকশিল্প খাতের মতোই অনুরূপ নীতি গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছে ইইউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন