বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যানইউ’র জিদান হবেন সুলশার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

মাঝ পথে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে কি করেছিলেন জিনেদিন জিদান, তা কমবেশি সবাই জানেন। ঠিক তার মতোই মাঝ পথে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন ওলে গানার সুলশার। এখন পর্যন্ত যা করেছেন প্রায় অবিশ্বাস্যই বলা চলে। সুলশারের মাঝে তাই ইউনাইটেডের জিদানকেই দেখছেন সাবেক ম্যানইউ তারকা ফ্যাবিয়েন ব্রান্ডি।

প্রথম দফায় মাত্র আড়াই বছর কাজ করে রিয়াল মাদ্রিদকে তিন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন জিদান। তিন মৌসুমে দলের হয়ে জিতেছেন মোট নয়টি ট্রফি। দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে দলকে সঠিক পথে ফিরিয়েছেন তিনি। রিয়ালের দারুণ সফল এ কোচের মতোই সুলশার ম্যানইউতে সফল হবেন বলেই বিশ্বাস করেন ব্রান্ডি, ‘রিয়াল মাদ্রিদে জিদান যা করে দেখিয়েছে, সুলশার ম্যানচেস্টার ইউনাইটেডে তাই করে দেখাবে।’

অন্তঃবর্তীকালীন কোচ হিসেবে শুরু করলেও আগের দিন ইউনাইটেডের স্থায়ী কোচের দায়িত্ব পেয়েছেন সুলশার। এখন পর্যন্ত তার অধীনে ১৩টি ম্যাচের মাত্র ১টি ম্যাচে হেরেছে ইউনাইটেড। এমনকি ক্লাবটির ইতিহাসের প্রথম কোচ হিসেবে প্রথম ছয় লিগ ম্যাচে টানা জয়ের স্বাদ পেয়েছেন।
কদিন আগে তো রীতিমতো বিস্ময় ছড়িয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। প্রথম লেগে প্যারিস সেইন্ত জার্মেইর বিপক্ষে ঘরের মাঠে ০-২ গোলে হেরে যায় তারা। এরপর প্রতিপক্ষের মাঠে খেলতে জায়গার আগে দলে সেরা দলটি পাননি সুলশার। সেরা একাদশের ১০ জন খেলোয়াড়কে ইংল্যান্ডে রেখে পিএসজির মাঠ থেকে দুর্দান্ত এক জয় নিয়ে উল্টো শেষ আটে জায়গা করে নেয় তার দলই। তখনই ম্যানচেস্টারে তার চাকুরী এক প্রকার পাকা হয়ে যায়। নিজের যুক্তির ব্যাখ্যা এভাবেই নিলেন ব্রান্ডি, ‘জিদান মাদ্রিদের হয়ে খেলেছেন, সে দলের একজন কিংবদন্তি এবং ক্লাবের ভেতরের সব খবরই জানেন। আমার মনে আধুনিক ফুটবলে এমনই একজন কোচের দরকার হয় যে ক্লাবের ভেতরের বিষয়গুলো ভালোভাবে জানেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি ওলে এমনই একজন যে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারে। তাকে নিয়োগ পেতে দেখে আমি বিস্মিত হয়নি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন