শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পঞ্চগড়ে জেলা ইজতেমা শেষ

আবু তাহের আনসারী তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

পঞ্চগড়ে ৩ দিনের জেলা ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার (৩০মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পঞ্চগড় শহরের করতোয়া নদীর তীরে রামের ডাঙ্গা মাঠে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৩ দিনের জেলা ইজতেমা শেষ হয়।
গত বৃহস্পতিবার থেকে মাহফিলের ধারাবাহিকতায় গতকাল দুপুর সাড়ে ১২টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ৩দিন দেশ বরেন্য তাবলিগী মুরুব্বীগণ জেলা ইজতেমায় অংশগ্রহণ করে মানুষকে হেদায়েতের পথে ধাবিত হওয়ার বয়ান করেন। এতে পঞ্চগড় জেলাসহ পার্শ্ববর্তী ঠাকুরগাও, দিনাজপুর জেলার প্রায় লক্ষাধিক মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেন। পঞ্চগড় শহরের আশ-পাশের রাস্তায় দাড়িয়েও বিপুল সংখ্যক মুসল্লি মোনাজাতে অংশ নেয়।
এছাড়াও পুরুষের পাশাপাশি অসংখ্য নারীরাও মাঠের আশে-পাশের বাসা-বাড়িতে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন। কাকরাইল মসজিদের সুরা সদস্য হযরত মাওলানা মোঃ মোশারফ হোসেন বয়ান শেষে আখেরি মোনাজাতে মুসলিম বিশ^সহ দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যও দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে হাত তুলে চোখের পানিতে সব গুনাহর জন্য পানাহ চান। এ সময় মুসল্লিরা সব ধরনের বালা মুসিবত থেকেও মহান আল্লাহর রহমত কামনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম মোনাজাতে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন