শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গাঁজা ও ফেনসিডিল উদ্ধার আটক ১

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ এলাকার একটি বাড়ি থেকে ৮ বস্তা গাঁজা ও ৪ কাটন ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১৩ রংপুর সিপিসি-নীলফামারী ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, ওই এলাকার মাহমুদার বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে গ্রাম এলাকায় গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা জমজমাটভাবে চলার কারণে র‌্যাব-১৩ সদস্যরা অভিযান চালায়। ঘন্টাব্যাপী চলা অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম। এসময় ৮ বস্তা (৬ মণ) গাঁজা ও ৪ কাটন ফেনসিডিল উদ্ধার করা হয় এবং বাড়ির মালিক মাহমুদাকে আটক করা হয়। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এখনও থানায় মামলা হয়নি এবং জব্দ মালামাল ও আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন