যশোরের চৌগাছা উপজেলার একটি কেন্দ্রে ভোটারদের মারপিট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাইপোসহ দুজনকে আটক করেছে। রোববার বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলার হাজি সরদার মর্তুজা আলি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাইপো তারেক মাহমুদ পিয়াস ও গোলাম মোস্তফা।
চৌগাছা থানার এসআই সাইফুল ইসলাম জানান, চৌগাছা উপজেলার হাজি সরদার মর্তুজা আলি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তুচ্ছ বিষয় নিয়ে ভোটারদের মারপিট করার অভিযোগ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত এর সত্যতা পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী এসএম হাবিবুর রহমানের ভাইপো তারেক মাহমুদ পিয়াস ও গোলাম মোস্তফাকে আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন