শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিবাদে ২দিন উপজেলার সকল ওষুধ দোকান বন্ধ ঘোষণা

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৯, ৭:২৯ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা বাজারে দুটি মার্কেটের ১০টি ঔষধ দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকেলে ১০টি ঔষধ ব্যবসায়ীকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করেন এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ। এ সময় জেলার ড্রাগ সুপার,বালিয়াডাঙ্গী থানার এসআই ইসহাক আলীসহ পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমান আদালত কার্যক্রমের পরপরই ঔষধ বিক্রয় বন্ধসহ দোকান বন্ধ করে দেয় ঔষধ ব্যবসায়ীরা। তাদের দাবী, তুচ্ছ ভুলগুলো ধরে তাদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)এর জেলার নেতাদের নিয়ে বিকাল সাড়ে ৫টায় আলোচনায় বসেন ঔষধ ব্যবসায়ীরা।

আলোচনা শেষে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) এর ঠাকুরগাঁও জেলার সভাপতি আজিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের লোকজন স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে বিষয়টি সমাধান না করা পর্যন্ত আগামী ২ দিন বালিয়াডাঙ্গী উপজেলায় সব ঔষধ ব্যবসায়ীর দোকান বন্ধ থাকবে। তবে দুই দিনের মধ্যে বিষয়টি সুরাহা না হলে পরবর্তীতে পুরো জেলায় ঔষধ বিক্রি বন্ধসহ কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী দেন তারা।

এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদ বলেন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সময় থাকতে ড্রাগ লাইসেন্স নবায়ন না, নিয়ম না মেনে ঔষধ বিক্রি করেছে এমন ঔষধ ব্যবসায়ীদের সতর্কের পাশাপাশি ১০ জনকে সাড়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইনের উর্দ্ধে কেউ নয়, আইন ভঙ্গ করলে, শাস্তি তাকে পেতেই হবে।

"দোকান বন্ধ করে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আগামীকাল সোমবার (০১এপ্রিল) আলোচনায় বসে বিষয়টির সমাধান করা হবে।"

ঔষধ দোকান বন্ধের বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, ভ্রাম্যমান পরিচালনার সময় অপরাধ শনাক্ত হলে, শাস্তি হবে, এটাই স্বাভাবিক। তবে ঔষধ দোকান বন্ধের বিষয়টি আমি অবগত নয়।

এর আগে সকাল সাড়ে ১১টার সময় তীরনই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ দুটি ড্রেজার মেশিন আটক করে ভ্রাম্যমান আদালত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন