বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যুদ্ধদিনের পরবর্তী প্রজন্মের গল্প নয় মাস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

নতুন একটি শর্টফিল্মে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই গল্পে তানিয়া বৃষ্টিকে একেবারেই নতুন একটি চরিত্রে দেখা যাবে। শানের গল্প ভাবনায় নির্মিত শর্টফিল্মটির নাম ‘নয় মাস’। লতা আচারিয়ার চিত্রনাট্য ও পরিচালনায় সম্প্রতি পুরান ঢাকায় শর্টফিল্মটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। ইরফান সাজ্জাদ-তানিয়া বৃষ্টি ছাড়াও শর্টফিল্মটিতে অভিনয় করেছেন ফয়সাল হাসান, সাজুসহ আরো অনেকে। শর্টফিল্মটির চিত্রগ্রাহক ছিলেন দীপন এবং আবহ সঙ্গীত করেছেন শান। সম্পাদনা ও রঙবিন্যাসে ছিলেন ফখরুল ইসলাম। রিজভী ওয়াহিদের প্রযোজনায় শর্টফিল্মটির টিজার এরই মধ্যে আরডবিøউ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। শর্টফিল্মটির গল্প গড়ে ওঠেছে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী উত্তর প্রজন্মের বোধ নিয়ে। কাজটি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘এই প্রথম এমন একটি কাজ করলাম। আমি সাধারণত এ ধরনের চরিত্র করতে আগ্রহী নই। কিন্তু গল্পের কারণে রাজি হয়েছি।’ তানিয়া বৃষ্টি বলেন, ‘একই প্রতিষ্ঠান থেকে ক’দিন আগে লিংক হবে নামের একটি শর্টফিল্মে কাজ করে আশাতীত সাড়া পেয়েছি। এই গল্পটিও দারুন। আশা করছি, ভালো কিছু হবে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন