শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ভূমি দিবসের কর্মসূচিতে গাজা উপত্যকায় উত্তেজনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

গাজা সীমান্তে বিক্ষোভরত জনতার ওপর গুলি চালিয়েছে ইসরাইলি সৈন্যরা। এতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। বিক্ষোভের কয়েক ঘণ্টা পর রোববার মাঝরাতে গাজা ভূখন্ড থেকে ইসরাইল লক্ষ্য করে পাঁচটি রকেট হামলা চালানো হয়। এর জবাবে ইসরাইল পাল্টা ট্যাঙ্ক হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবরে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ভূমি দিবস উপলক্ষে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ফিলিস্তিনি। শনিবার গাজার ইসরাইল সীমান্তে এই বিক্ষোভ হয়। উত্তাল বিক্ষোভ ও তা দমনে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণের কারণে গাজা উপত্যকায় উত্তেজনা বিরাজ করছে। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামের এই বিক্ষোভ শুরু হওয়ার আগেই এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে দখলদার বাহিনী। শনিবার গাজা সীমান্তে ভূমি দিবসের কর্মসূচিতে জমায়েত হন প্রায় ২০ হাজার ফিলিস্তিনি। দখলদার বাহিনীর দাবি, এ সময় বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা তাদের অবস্থান লক্ষ্য করে পাথর ও জ্বলন্ত টায়ার নিক্ষেপ করেছে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টির মধ্যেও সীমান্তের বিক্ষোভস্থল এলাকায় জড়ো হন মুক্তিকামী ফিলিস্তিনিরা। এ সময় লাউড স্পিকারে বাজতে থাকে ফিলিস্তিনের জাতীয় সংগীত। দখলদার বাহিনী যে কোনও সময়ে হামলে পড়তে পারে; এমন আশঙ্কায় আহতদের জরুরি সেবা দিতে আগে থেকেই গাজা সীমান্তে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়। এদিন বিক্ষোভ শুরুর আগেই ২১ বছরের এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। নিহত তরুণের নাম মোহাম্মদ সাদ (২১)। ‘গ্রেট মার্চ অব রিটার্ন’-এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের বিক্ষোভের প্রাক্কালে তাকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরাইলি ট্যাঙ্কগুলো গাজার মধ্যাঞ্চলে ও গাজা সিটির পূর্বাঞ্চলে হামাসের পোস্ট লক্ষ্য করে হামলা চালায়। এক বছর আগে গাজা ও ইসরাইল সীমান্তে রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ হয়। গাজার হাজার হাজার বাসিন্দা দিবসটি উপলক্ষে সীমান্তে জড়ো হন। তবে পরে মিসরের মধ্যস্থতায় ব্যাপক রক্তপাতের আশঙ্কা দূর হয়। গাজা সিটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলি সৈন্যদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বিক্ষোভকালে একজন ও শনিবার রাতে সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ১৭ বছর বয়সী তিন কিশোর নিহত হয়েছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন