শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ম্যাটসের টানা অবস্থান কর্মসূচি চলবে

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের (ম্যাটস) শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মিঠুন সরকার। গতকাল শুক্রবার সকালে ৫ম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চলাকালে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সরকার প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি করেছেন। সেখানে সরকারের উচিত আমাদের মত মেধাবীদের কাজের সুযোগ করে দেওয়া। চাকরির ক্ষেত্রে আমরা ১১তম গ্রেড পদমর্যাদায় কাজ করি। কিন্তু আমাদের মত ডিপ্লোমাধারীরা ১০তম পদমর্যাদায় চাকরি করছেন।
তিনি আরো বলেন, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা থাকার পরও আমরা কেন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত? সরকারের উচিত আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের দাবি মেনে নেওয়া। উল্লেখ্য, গত ১৬ মে থেকে ম্যাটস এর শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচি পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন