শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝালকাঠিতে দুই ফেনসিডিল বিক্রেতার ১০ বছর করে কারাদণ্ড

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ৪:০৮ পিএম

ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুই বিক্রেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, পরিশোধ না করলে আরো তিন মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে.এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন। অপর দণ্ডপ্রাপ্ত রাসেল হোসেন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৯ অক্টোবর দুপুরে সুগন্ধা নদী সংলগ্ন মালিপুর চর এলাকা থেকে ৫০১ বোতল ফেনসিডিলসহ দুই বিক্রেতাকে আটক করে বরিশাল র‌্যাব ৮ এর একটি দল। এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) এ কে এম হোসেন শহরিয়ার বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল হাওলাদার নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার আশ্রাফ হাওলাদারের ছেলে এবং রাসেল হাওলাদার একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন