শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিকৃবির ছাত্র ওয়াসিমের লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০১৯, ৪:০৫ পিএম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিমের লাশ কবর থেকে উত্তোলনের আদেশ দিয়েছেন মৌলভীবাজারের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ বাহাউদ্দিন কাজী।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঘোরী মোঃ ওয়াসিম আব্বাসের লাশ পূর্বে ময়নাতদন্ত না হওয়ায় ঘটনার সুষ্ট তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য এ নির্দ্দেশ দেন। ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। ময়নাতদন্ত শেষে সমস্ত কাজের সমন্নয় করে আদালতকে অবহিত করবেন মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এস আই গিয়াস উদ্দিন খান। এ সংক্রান্ত এটি আদেশ হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের কাছে আদালত থেকে পাঠানো হয়েছে। আদালত একই বিষয়ে সহয়োগীতার জন্য অনুলিপি দিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন, মৌলভীবাজারের পুলিশ সপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীগঞ্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মডেল থানা মৌলভীবাজার।
এদিকে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ জানান ৫ দিনের রিমান্ড শেষে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার বিষয়টি স্বীকারোক্তি দিয়েছেন উদার পরিবহনের বাস চালক জুয়েল আহমদ, হেলপার মাসুক মিয়া।
উল্লেখ্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র ওয়াসিমকে গত ২৩ মার্চ মৌলভীবাজারের শেরপুর এলাকায় বাস চাপায় হত্যা করা হয়। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্র গ্রামের মোঃ আবু জাহেদ মাহবুব ও ডাঃ মীনা পারভিনের একমাত্র পুত্র।
পরে গত ২৫ মার্চ বিশ্ব বিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মৃত্যুঞ্জয় কুন্ডু বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় উদার পরিবহনের চালক জুয়েল, হেলপার মাসুক ও সুপার ভাইজার সেফুল মিয়াকে হত্যা মামলার আসামী করে মামলা দায়ের করেন। আসামী বাসের সুপার ভাইজার এখনও পলাতক রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন