শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ইউটিউব সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেলেন তানভীর তারেক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ইউটিউবে তথ্য ও বিনোদন ভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করে মাত্র ১০ মাসে ১ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক পার করে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেলেন সঙ্গীত পরিচালক, কন্ঠশিল্পী, উপস্থাপক তানভীর তারেক। নিজের নামে একটি চ্যানেল খুলে প্রতিদিন বিভিন্ন ঢঙের অনুষ্ঠান পোস্ট করে নিজের ভাবনা, তথ্য বিনোদন দিয়ে তার চ্যানেলটি সমৃদ্ধ করেছেন। তানভীর তারেক বলেন, ‘একাধিক টিভি চ্যানেল ও এফএম রেডিওতে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে অনুষ্ঠান করার অভিজ্ঞতায় গত ২/৩ বছর ধরেই টিভি স্টেশনে দর্শকদের যে বিমুখতা দেখেছি, সেই থেকেই পরিকল্পনা নিয়েছি যে দর্শকদের পছন্দের প্ল্যাটফর্মগুলোতেই কাজ শুরু করতে হবে। এরপর সিঙ্গাপুর গুগলের আমন্ত্রণে সেখানে দুই দিনের ওয়ার্কশপ করার সুযোগ পাই। সেখান থেকেই মূলত ডিজিটাল বিশে^র এই ভিডিও কন্টেন্ট নির্মাণের প্রতি আগ্রহ জন্মে। আর নিজের কাজের একটা আর্কাইভও তৈরি হয়ে যায় এতে। আমার চ্যানেলের ‘হকার লাইভ’ র‌্যান্ডম টক, টপ কমেন্টস সহ বেশ কিছু ধারাবাহিক অনুষ্ঠান দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। এর বাইরে শিল্পীদের বায়োগ্রাফি নিয়ে নতুনভাবে আরো কিছু কাজ করছি যা খুব শিঘ্রই আমার চ্যানেলে পোস্ট হবে।’ উল্লেখ্য, ইউটিউবার হিসেবে কাজের পাশাপাশি নিজের কম্পোজিশনে একাধিক গানের ভিডিও তৈরী হচ্ছে। এছাড়া দুটি চলচ্চিত্রের গানের কম্পোজিশন করছেন তানভীর তারেক। এবছর সেরা সঙ্গীত পরিচালক হিসেবে নিউইয়র্কেও ঢালিউড অ্যাওয়ার্ডেও মনোনয়ন পেয়েছেন। এছাড়া নিউইয়র্ক, মিশিগান, ওহিও ও ফ্লোরিডায় গানের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এছাড়া জার্মানী, সুইডেন ও ইতালিতে পারফর্ম করতে যাবেন এই বৈশাখে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন