শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হামলার জবাব দিতে সব অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান

কাশ্মীরে ৩ পাকিস্তানি সেনা নিহত, আহত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

কাশ্মীর সীমান্তে কমছে না ভারত-পাকিস্তান উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে সেখানে চলছে হামলা পাল্টা হামলাও। সবশেষ কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় মর্টারের গোলায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতরের এক বিবৃতি এ তথ্য জানিয়েছে। পাকিস্তানি আইএসপিআর বলছে, নিয়ন্ত্রণরেখার রাওয়ালাকট সেক্টরে বিনা উসকানিতে ভারতীয় বাহিনী গোলাবর্ষণ করলে তাদের তিন সেনা নিহত হন। নিহতরা হলেন মোহাম্মদ রিয়াজ, আজিজুল্লাহ ও শহিদ মানসাব। এদিকে কাশ্মীর সীমান্ত বরাবর পাকিস্তান-ভারত গোলাবিনিময়ে এক ভারতীয় সেনা ও এক তরুণী নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পুঞ্চ জেলায় নিজের বাড়িতে মর্টারের বোমা পড়লে ওই তরুণী নিহত হন। পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সর্বশেষ এ রক্তক্ষয়ের ঘটনা ঘটেছে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর বলেন, আজকের গোলাবিনিময়ে তাদের এক সেনা নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। অপর এক খবরে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, শুধু এফ-১৬ কেন, শত্রু পক্ষের হামলার জবাব দিতে বা নিজেদের আত্মরক্ষার্থে সবরকমের অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। আর তা নিয়ে ভারত যা কিছু ভাবতে পারে। জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের ভূ-খন্ড বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বিমান বাহিনী। ডন, ইন্ডিয়াটিভি নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন