শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভিডিও কনফারেন্সে মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন শেখ হাসিনা

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৯, ৪:০০ পিএম

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের আয়োজনের গতকাল বুধবার সকালে ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মীরসরাই, সীতাকুন্ড ও ফেনী অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে প্রধান মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মীরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ফেনী সোনাগাজী ৩ আসনের এমপি লেফটেন্যান্ট (অব) মাসুদ উদ্দিন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, ফেনী জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম উত্তর মশিউদ্দৌলা রেজা, মীরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, নব নির্বাচিত মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলি। ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য সোনা মিয়া, মীরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, মীরসরাই থানার ওসি জাহিদুল কবির, জোরারগঞ্জ থানার ওসি ইফতেখার হাসান প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী অর্পিতা দেবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন