শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত স্থগিত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গত ২ এপ্রিল তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেশের সিনেমা হল মালিক সমিতির সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা বৈঠক করেন। এরপর তারা এ ঘোষণা দেন। নেতৃবৃন্দ জানান, বৈঠকের পর তথ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তাই আন্দোলন আপাতত স্থগিত রেখেছি। তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এতে আরও ছিলেন সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দীন, আমির হামজা, আবু হোসেন প্রমুখ। প্রদর্শক সমিতির উপদেষ্টা আলাউদ্দীন মিয়া বলেন, তথ্যমন্ত্রীর কাছে প্রদর্শক সমিতির পক্ষ থেকে কিছু দাবিদাওয়া ছিল। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি দাবিগুলো একে একে পূরণ করবেন। তাই আমরা তথ্যমন্ত্রীকে কিছুদিন সময় দিয়েছি। এরমধ্যে তিনি আমাদের দাবিগুলো মেনে না নিলে পুনরায় হল বন্ধ রাখতে বাধ্য হবো। উল্লেখ্য, গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হল বন্ধের আল্টিমেটাম দেয় চলচ্চিত্র প্রদর্শক সমিতি।দেশে বিদেশি সিনেমার প্রবেশের সহজ নীতিমালা ও দেশীয় সিনেমা নির্মাণ বাড়ানোর কথা জানান তারা। এমনকি হলিউডের সিনেমাগুলোর মতোই হিন্দি ও উপমহাদেশীয় চলচ্চিত্র মুক্তির প্রথম দিনেই বাংলাদেশে আনার দাবি জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন