শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কংগ্রেসের ইশতেহারে টুকরো টুকরো হবে ভারত : অরুণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রকাশিত ইশতেহারকে ‘বিপজ্জনক প্রতিশ্রুতি’ বলে আখ্যায়িত করেছেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, কংগ্রেসের এই ইশতেহার অবাস্তব; যা বাস্তবায়ন করা সম্ভব নয়। দেশের অখÐতা ক্ষুণœ হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার কংগ্রেসের ইশতেহার প্রকাশের পর সংবাদ সম্মেলন ডাকেন অরুণ জেটলি। সম্মেলনে তিনি বলেন, গত ৭২ বছরে বিভিন্ন প্রান্তে সহিংসতার সাক্ষী হয়েছে ভারত। কংগ্রেসের নীতিহীন সিদ্ধান্তের মাসুল গুণছে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষ। কিন্তু কংগ্রেস তার ইশতেহারে অস্ত্র আইন সংশোধনের কথা বলছে। যা দেশের জন্য বিপজ্জনক। অস্ত্র আইন সংশোধনে কংগ্রেসের প্রতিশ্রুতিতে উদ্বেগ প্রকাশ করেন অরুণ জেটলি। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে নতুন করে জঙ্গি-মাওবাদীদের কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন