শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তুর্কি সিরিয়াল জান্নাত এবার বঙ্গের ইউটিউবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

এটিএন বাংলার প্রচার চলতি তুর্কি সিরিয়াল জান্নাত শততম পর্ব অতিক্রম করেছে। দর্শকপ্রিয় এ সিরিয়ালটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় প্রচার হচ্ছে এটিএন বাংলায়। এবার দর্শকদের জন্য আরো এক নতুন খবর নিয়ে এলো সিরিয়ালটি। দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গ বিডিতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত এ সিরিয়ালটি। জানা যায়, গত সপ্তাহ থেকে বঙ্গের ইউটিউব চ্যানেলে ‘জান্নাত’ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে বঙ্গর পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু বলেন, ‘বর্তমানে বাংলাদেশে দেশি টিভি চ্যানেলগুলোর পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেলের নাটক, ডেইলি সোপগুলো কম জনপ্রিয় নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে বেশিই। ভারতীয় অনুষ্ঠানগুলোত সাথে আমাদের সাংস্কৃতিক দূরত্বের চেয়ে ধর্মীয় দূরত্বই প্রধান। কারণ, ‘জান্নাত’ আমাদের মতোই মুসলিম প্রধান দেশ তুরস্কের ডেইলি সোপ। এ দেশে ‘জান্নাত’র দর্শকপ্রিয়তার এটাও একটা উল্লেখযোগ্য কারণ বলে আমরা মনে করি।’ তুর্কির এ সিরিয়ালটি বাংলাদেশে প্রচারের পরেই টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে। সিরিয়ালটি পরিচালনা করেছেন সাদুল্লাহ জেলেন। বাংলাদেশে তুর্কির এ সিরিয়ালটি নিয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মের পথিকৃৎ প্রতিষ্ঠান ‘বঙ্গ’। ডাবিং করেছে ‘প্ল্যাটফর্ম’। আর পরিবেশনা করছে ‘ভি থ্রী কমিউনিকেশন্স প্রাইভেট লিমিটেড’। উল্লেখ্য, তুর্কি ডেইলি সোপটি মূলত নির্মাণ করা হয় তুমুল জনপ্রিয় কোরিয়ান ডেইলি সোপ ‘টিয়ার্স অব হ্যাভেন’র কাহিনী অবলম্বনে। কোরিয়ান ডেইলি সোপটি পরিচালনা করেন য়ু জি-ওয়োন। কাহিনী রচনা করেন কিম ইয়োন-শিন। প্রচারিত হয়েছে তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় চ্যানেল ‘এটিভি’-তে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
জিয়া নাফিস ৫ এপ্রিল, ২০১৯, ৪:১৫ এএম says : 0
খুব ভালো খবর
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন