বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হরিপুর ও পাঁচরুখী চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে সালমান আহমেদ একমাত্র গোলে নীলফামারীর দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে লালমনিরহাটের টেপুগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জান্নাতুল মাওয়ার একমাত্র গোলে হারিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে সেরার খেতাব জিতেছে ময়মনসিংহের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।

গতকাল বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই ফাইনাল শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন দুই দল ৩ লাখ টাকা করে প্রাইজমানির সঙ্গে পায় স্বর্নের ট্রফি ও মেডেল। রানার্সআপ দুই দলকে দেয়া হয় ২ লাখ টাকা করে প্রাইজমানি রুপার ট্রফি ও মেডেল। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা ব্যাক্তিগত পুরষ্কার হিসেবে ১৫ হাজার করে ও রানার্সআপ দলের খেলোয়াড়রা ১০ হাজার টাকা করে অর্থপুরষ্কার পান। টুর্নামেন্টের বালক বিভাগে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন পাবনার শংকর পাশা সাঁথিয়া প্রাইমারি স্কুলের রিয়াদ হোসেন। বালিকা বিভাগে ৫ গোল করে নীলফামারীর টাপুর গাড়ি প্রাইমারি স্কুলের লিভা আক্তার পান সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার। দুই বিভাগে মোস্ট ভেল্যুয়েবল প্লেয়ার নির্বাচিত হন যথাক্রমে নীলফামারীর কানিয়া খাতা প্রাইমারি স্কুলের আনিসুর রহমান সূর্য ও টাপুর গাড়ি প্রাইমারি স্কুলের লিভা আক্তার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন